দেশজুড়ে

কিশোরদের টায়ার খেলায় মেতেছিলেন কয়েকশ দর্শনার্থী

সিরাজগঞ্জে কিশোরদের নিয়ে মনোমুগ্ধকর টায়ার খেলা অনুষ্ঠিত হয়েছে। এ খেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ছিল উৎসবের আমেজ। কালক্রমে হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী এ খেলা দেখতে ভিড় করে নানা বয়সী কয়েক শতাধিক মানুষ।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে উল্লাপাড়া উপজেলার পাঁচলিয়া পূর্ব দক্ষিণ পাড়া গ্রামে ‘ভোরের পাখি’ নামক একটি এ খেলার আয়োজন করেন।

আরও পড়ুন: শারীরিক চাহিদা মেটাতে অক্ষম স্বামীকে পানিতে চুবিয়ে খুন

টায়ার খেলা দেখতে দুপুর থেকেই কেউ হেঁটে, কেউবা ভ্যান কিংবা মোটরসাইকেলে চড়ে পাঁচলিয়া পূর্ব দক্ষিণ পাড়ায় আসতে শুরু করেন। এতে প্রায় কয়েক শতাধিক লোকের সমাগম হয়।

সূর্য পশ্চিম দিগন্তে একটু হেলে পড়তেই ঢাক-ঢোল আর বাঁশির শব্দে শুরু হয় খেলা। সঙ্গে সঙ্গে যেন চারপাশ উৎসব মুখর হয়ে ওঠে। আগত দর্শকরা করতালির মাধ্যমে খেলোয়াড়দের উৎসাহ যোগান।

আরও পড়ুন: গৃহবধূকে হত্যা, দুই পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন

ভোরের পাখির সভাপতি আব্দুল্লাহ আল বাকী জাগো নিউজকে বলেন, গ্রামের মানুষদের আনন্দ দেওয়ার জন্যই মূলত প্রতিবছরের শুরুতে এমন ব্যতিক্রমী আয়োজন করা হয়। এতে গ্রামের নতুন প্রজন্মের কিশোররা অংশ নেয়। খেলায় বিজয়ীদের হাতে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়েছে।

এম এ মালেক/এসজে/এমএস