দেশজুড়ে

‘তারেক রহমানের নেতৃত্বে দ্বিতীয় মুক্তিযুদ্ধ শুরু করেছি’

‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দ্বিতীয় মুক্তিযুদ্ধ শুরু করেছি। যার প্রধান লক্ষ্য মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া। আগামী নির্বাচন নিরেপক্ষ, নির্দলয়ী তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে। তাহলেই সেই নির্বাচনে যাবে বিএনপি।’

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেলে জেলা বিএনপি আয়োজিত শহরের সাহাজীপাড়ায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকীতে কথাগুলো বলেন দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপি মাসুদ অরুণ। তিনি আরও বলেন, সংবাদপত্রের স্বাধীনতা দিতে, নিত্যপ্রয়োজীনয় জিনিসের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে আজ বিএনপি রাজপথে নেমেছে। আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করা হবে।

সরকারের পতন ছাড়া বিএনপি ঘরে ফিরবে না বলেও হুঁশিয়ারী দেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস। বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি আব্দুর রহমান, সাংগাঠনিক সম্পাদক মারুফ আহম্মেদ বিজনসহ জেলার নেতৃবৃন্দ।

আসিফ ইকবাল/এফএ/জিকেএস