অর্থনীতি

বাণিজ্যমেলায় ব্রাদার্স ফার্নিচারে ১৫ শতাংশ পর্যন্ত ছাড়

চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৭তম আসর। মেলার প্রথম কয়েকদিন ক্রেতাদের তেমন আনোগোনা না থাকলেও দিন গড়ানোর সঙ্গে সঙ্গে ক্রেতাদের চাপ বেড়েছে। এদিকে, মেলা উপলক্ষে বিভিন্ন স্টলে রয়েছে নানা অফার আর ছাড়ের ছড়াছড়ি। ব্রাদার্স ফার্নিচারও বিশেষ ছাড় দিচ্ছে মেলায়। এর ফলে ক্রেতাদের ভালো সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন তারা।

শুক্রবার (২০ জানুয়ারি) দুপুরে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় ব্রাদার্স ফার্নিচার প্যাভিলিয়নে সরেজমিনে এমনই চিত্র চোখে পড়ে।

জানা যায়, মেলা উপলক্ষে ব্রাদার্স ফার্নিচার ৫ থেকে ১৫ শতাংশ পর্যন্ত ছাড় দিয়ে ফার্নিচার বিক্রি করছে। এগুলোর মধ্যে বেড ৩৭ হাজার টাকা, ডাইনিং টেবিল ৭৫ হাজার টাকা, সোফা সেট ৯৫ হাজার টাকা, আলমারি ৬৫ হাজার টাকা, ড্রেসিং টেবিল ৩২ হাজার টাকা, রকিং চেয়ার ২২ হাজার ৫০০ টাকা, ওভেন স্ট্যান্ড ১৮ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

পরিবার নিয়ে সোনারগাঁ থেকে বাণিজ্যমেলায় এসেছেন জাহাঙ্গীর হোসেন। পেশায় চাকরিজীবী জাহাঙ্গীর জাগো নিউজকে জানান, ব্যস্ততার কারণে এতদিন মেলায় আসা সম্ভব হয়নি। আজ ছুটির দিন হওয়ায় পরিবার নিয়ে চলে আসলাম। মেলায় এসে ব্রাদার্স ফার্নিচারের অফার চোখে পড়লো। এই প্যাভিলিয়নের ফানিচার আমার খুব পছন্দ হয়েছে। ভাবছি এখান থেকে একটি সোফা কিনবো।

ব্রাদার্স ফার্নিচার প্যাভিলিয়নের ইনচার্জ হুমায়ুন আহমেদ জাগো নিউজকে জানান, গতবারের তুলনায় এবার ক্রেতাদের ভালো সাড়া পাচ্ছি। আজ ছুটির দিন হওয়ায় ক্রেতাদের প্রচুর ভিড় রয়েছে। আশা করছি এবার আমরা ভালো কেনাবেচা করতে পারবো।

স্থায়ী ভেন্যুতে দ্বিতীয় বারের মতো আয়োজিত এই আন্তর্জাতিক বাণিজ্যমেলার প্রধান ফটক করা হয়েছে মেট্রোরেলের আদলে। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং বাণিজ্য মন্ত্রণালয় যৌথভাবে এই মেলার আয়োজন করেছে।

এবারের মাসব্যাপী মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকছে। তবে সাপ্তাহিক বন্ধের দিন রাত ১০টা পর্যন্ত মেলা খোলা থাকে। এবার মেলায় প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য ৪০ টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য ২০ টাকা। মেলার টিকিট অনলাইনে কিনলে ৫০ শতাংশ ছাড়ের সুযোগ রয়েছে। মেলায় আগতদের সুবিধার্থে প্রায় এক হাজার গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে।

রাশেদুল ইসলাম রাজু/কেএসআর/জিকেএস