মাদারীপুরের ডাসার উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জসিম কাজী (৩৩) নামের এক মাহিন্দ্রচালকের মৃত্যু হয়েছে।
শনিবার (২২ জানুয়ারি) রাতে উপজেলার কাজীবাকাই ইউনিয়নের উত্তর ভাউতলী এলাকায় এ ঘটনা ঘটে। জসিম কাজী লীর এলাকার আলম কাজীর ছেলে।
আরও পড়ুন: ইন্টারনেট লাইনের ত্রুটি সারাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
এলাকাবাসী জানান, নির্মাণাধীন একটি ভবনের পানি সরবরাহের জন্য রাতে পাম্পের বিদ্যুৎ সংযোগ দিতে যান জসিম। এ সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাটিতে লুটে পড়েন তিনি। তাকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান জাগো নিউজকে বলেন, বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। অভিযোগ না থাকায় তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: শার্শায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো নির্মাণশ্রমিকের
আয়শা সিদ্দিকা আকাশী/এসজে/এমএস