আইন-আদালত

হাফিজুর রহমানকে কেন বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি নয়

সৈয়দ হাফিজুর রহমানকে কেন বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই করতে বীর মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে একটি সার্চ কমিটি কেন করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে।

এ সংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে রোববার (২২ জানুয়ারি) হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার মো. বাকীর হোসেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ড. খোন্দকার মোহাম্মদ মুশফিকুল হুদা ও মাহাথীর মোহাম্মদ রাতুল।

আরও পড়ুন: সব বীর মুক্তিযোদ্ধা পাবেন উৎসব-নববর্ষ-বিজয় দিবস ভাতা

সম্প্রতি একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে বলা হয়, ঢাকার আরবান গেরিলা দল ক্র্যাক প্লাটুনের বীর মুক্তিযোদ্ধা ছিলেন সৈয়দ হাফিজুর রহমান। এরপর হাফিজুর রহমানকে শহীদ বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিতে পরিবারের সদস্যরা আটবার আবেদন করেন। ১৯৭৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত এই আবেদন করা হয়। কিন্তু প্রতিবারই বাতিল হয় তাদের আবেদন।

এফএইচ/জেডএইচ/জিকেএস