মৌলভীবাজারের কুলাউড়া বজ্রপাতে আব্দুল কাদির (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি ইউনিয়নের ভুকশিমইল গ্রামের মাঝেরবাড়ির বাসিন্দা আব্দুর রহমানের ছেলে। উপজেলার ভুকশিমইলের অদূরে হাকালুকি হাওরে বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বুধবার দুপুরে আব্দুল কাদির হাকালুকি হাওরে বাবনের কান্দি এলাকায় ঘাস কাটতে যান। বিকেল ৩টার দিকে হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত হতে থাকে। এক পর্যায়ে বজ্রপাতের কবলে পড়ে আব্দুল কাদির ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন তার মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন। ভুকশিমইল ইউনিয়ন পরিষদের সদস্য মো. মাসুক মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।ছামির মাহমুদ/এফএ/এআরএ/পিআর