দেশজুড়ে

বাবার পেছনে বেরিয়ে নিখোঁজ শিশু, পুকুরে মিললো মরদেহ

পঞ্চগড়ে পুকুরের পানিতে পড়ে মুজাহিদ নামে তিন বছরের এক শিশু মারা গেছে। সোমবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলা সদরের হাড়িভাসা ইউনিয়নের ঝুলিপাড়ায় এ ঘটনা ঘটে।

শিশু মাজেদুল ইসলাম মুজাহিদ ওই এলাকার মনিরুল ইসলামের ছেলে।

পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, সকালে মনিরুল ইসলাম কৃষি কাজের জন্য বাড়ি থেকে বের হন। এ সময় মুজাহিদকে তার পেছনে যেতে দেখে তাকে আবার বাড়িতে রেখে যান। এরপর দীর্ঘক্ষণ মুজাহিদকে না পাওয়ায় তাকে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা।

এক পর্যায়ে বাড়ির পেছনের পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে পরিবারের লোকজন। তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাড়িভাসা ইউপি চেয়ারম্যান সাইয়েদ নুর ই আলম বলেন, একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছে শিশুটির বাবা মা। তাদের সান্ত্বনা দেওয়ার ভাষাও নেই।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া বলেন, শিশুটির মরদেহ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

সফিকুল আলম/এফএ/এএসএম