দেশজুড়ে

ককটেল দিয়ে অন্যকে ফাঁসাতে গিয়ে গ্রেফতার হলেন দুইজন

মেহেরপুরের গাংনী উপজেলার কসবা গ্রামে ককটেল দিয়ে অন্যকে ফাঁসাতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন জিয়ারুল (৩৮) ও জহির উদ্দীন (৫৮) নামে দুইজন।

সোমবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে দুটি ককটেল ও ককটেল তৈরির সরঞ্জামসহ তাদের গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার সকালে তাদের মেহেরপুর আদালতে পাঠানো হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গভীর রাতে গাংনীর কসবা গ্রামের গোলাম রসুলের বাড়ির পেছনে খড়ের গাদায় ককটেল আছে এমন তথ্য দেয় জিয়ারুল ও জহির। খবর পেয়ে এসআই রাজ্জাক ফোর্স নিয়ে ঘটনাস্থলে গেলে সংবাদদাতা জিয়ারুল ও জহির ওই ককটেল বের করে দেয়। এতে সন্দেহ হলে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে।

ওসি আরও বলেন, একপর্যায়ে পূর্ব শত্রুতার জেরে তারা ককটেল রেখে গোলাম রসুলকে ফাঁসানোর চেষ্টা করেছে বলে স্বীকার করে। পরে পুলিশ ওই দুজনকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আসিফ ইকবাল/এমআরআর/জেআইএম