নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেকে অবস্থিত ধলেশ্বরীতে ট্রলার ডুবির ঘটনায় নিহতের পরিবারকে ২০ হাজার টাকা করে অনুদান প্রদান করেছে জেলা প্রশাসন। এছাড়া লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য গাড়ি ভাড়া বাবদ আলাদা টাকার ব্যবস্থা করা হয়। বুধবার রাতে ট্রলার ডুবিতে নিখোঁজ ৬ জনের লাশ উদ্ধারের পর ঘটনাস্থলে ছুটে যান প্রশাসনের লোকজন। এরপর বৃহস্পতিবার নিহতদের স্বজনদের নগদ ২০ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করেন।এসময় সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গাউছুল আজম, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজা আকতার চৌধুরী, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লা বাদল। পরে তারা নিহতের পরিবারের খোঁজ খবর নিয়ে শোকার্ত পরিবারকে স্বান্তনা দেন। এদিকে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজদের সন্ধানে ঢাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি ও তাদের সহযোগিতাকারী স্থানীয় যুবকদের উদ্ধার কাজে সন্তোষ প্রকাশ করেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল। তিনি সকলকে নগদ ১০ হাজার টাকা সম্মানী হিসেবে দেন। প্রসঙ্গত, নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেকের পুরাতন গোগনগর অবস্থিত ধলেশ্বরীতে ট্রলার ডুবির ঘটনায় ৪ জন শ্রমিক নিহত হয়েছেন। নিহতরা হলেন মো. তালেব (৫০), নিজাম (৩০), সুজন (২৮) ও শাহিন (৩৫)। তারা সকলেই ডুবে যাওয়া ট্রলারের শ্রমিক। শাহাদাত হোসেন/এমএএস/আরআইপি