দেশজুড়ে

ভোলা আইনজীবী সমিতির সভাপতি ছালাহ্ উদ্দিন সম্পাদক শরীফ

ভোলা আইনজীবী সমিতির সভাপতি ছালাহ্ উদ্দিন সম্পাদক শরীফ

ভোলা জেলা জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি-সম্পাদকসহ সাতটি পদে (বিএনপি সমর্থিত) প্যানেলের প্রার্থী এবং সহ সভাপতি, সহ সাধারণ সম্পাদকসহ ছয়টি পদে (আওয়ামী লীগ সমর্থিত) প্যানেলের প্রার্থীরা নির্বাচিত হয়েছে।

Advertisement

শনিবার (২৮ জানুয়ারি ) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোলা আইনজীবী সমিতির দক্ষিণ ভবনে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ভোট গণনা শেষে সন্ধ্যার পরে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

আরও পড়ুন: আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগের জয়জয়কার

এতে বিএনপি সমর্থিত প্যানেলের সভাপতি পদে অ্যাডভোকেট ছালাহ্ উদ্দিন হাওলাদার ১০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট ইফতারুল হাসান শরীফ ৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মো. ইউসুফ (১) ৯৭ ভোট, অর্থ সম্পাদক পদে অ্যাডভোকেট মোহাম্মদ তোয়াহা ৯৯ ভোট, পাঠাগার সম্পাদক পদে অ্যাডভোকেট মাহবুবুর রহমান ১০৮ ভোট, নির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট মো. ইউসুফ (২) ১১৭ ভোট ও অ্যাডভোকেট মো. ছালাউদ্দিন আহম্মেদ প্রিন্স ১১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

Advertisement

অন্য দিকে ১৩টি পদের অপর ছয়টি পদে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগ সমর্থিত প্যানেলে সহ-সভাপতি পদে অ্যাডভোকেট আবুল কাশেম ১০৬ ভোট, সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মেজব্হাল আলম ১০৪ ভোট ও অ্যাডভোকেট মো. মামুনুর রহমান ১১২ ভোট, সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট মো. মাহবুবুর রহমান (৩) ১০৯ ভোট, পাঠাগার সম্পাদক পদে অ্যাডভোকেট বাবলু হাসান ১১২ ভোট এবং নির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট মওদুদ আলম টুটুল ১২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন: নির্বাচন কমিশনার আব্দুল্লাহ আবুর বিষয়ে বার কাউন্সিলে স্মারকলিপি

ভোলা আইনজীবী সমিতির মোট ১৯৫ ভোটের মধ্যে ১৯১টি ভোট প্রদান করা হয়েছে। এর মধ্যে একটি ব্যালট বাতিল করা হয়েছে। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন প্রিজাইডিং অফিসার হিসাবে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আলী হায়দার কামাল।

জুয়েল সাহা বিকাশ/জেএস/এমএস

Advertisement