দেশজুড়ে

প্রাণভয়ে পাড়া ছাড়লো দুর্গম পাহাড়ের ৪০ পরিবার

বান্দরবানের রুমা উপজেলায় প্রাণভয়ে পাড়া ছেড়েছে দুর্গম পাহাড়ে বসবাস করা ৪০টি পরিবার।

শনিবার (২৮ জানুয়ারি) দুপুর থেকে উপজেলার পাইন্দু ইউনিয়নের মুয়ালপি পাড়ার বাসিন্দারা রুমা মারমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন হল রুমে আশ্রয় নেয়।

স্থানীয় সূত্র জানায়, মুয়ালপি পাড়ায় ৫২ পরিবারের বসবাস। পড়াটি দুর্গম হওয়ায় আশপাশে সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের অবাধ বিচরণ ছিল। সম্প্রতি যৌথ বাহিনীর চলমান জঙ্গি ও সন্ত্রাস বিরোধী অভিযান চলমান আছে। শনিবার গোলাগুলির শব্দ পান স্থানীয়রা। ভয়ে মুয়ালপি পাড়ার বাসিন্দারা চার ঘণ্টা হেঁটে রুমা উপজেলা সদরে আশ্রয় নেন।

আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলির পর আগুন

মুয়ালপি পাড়ার কার্বারী (গ্রাম প্রধান) সানা অং মারমা জানান, তার পাড়ায় ৪০ পরিবার রুমা মারমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েন হল রুমে আশ্রয় নিয়েছে। বাকি ১২ পরিবার কোথায় আছে তিনি বলতে পারছেন না। দুপুর ২টা থেকে রওনা দিয়ে সন্ধ্যা ৬টায় রুমা সদরে পৌঁছান।

পাইন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উহ্লা মং মারমা জাগো নিউজকে বলেন, মুয়ালপিতে ৫২টি মারমা পরিবারের বাস। এদের মধ্যে ৪০ মারমা পরিবার প্রাণের ভয়ে পালিয়ে এসেছে। তাদের রুমা মারমা ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের হলরুমে খাওয়া ও থাকার ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন: বান্দরবানে গ্রেফতার দুই জঙ্গি কারাগারে

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুন শিবলী জাগো নিউজকে বলেন, মুয়ালপি পাড়া এলাকায় কেএনএফ ও যৌথবাহিনীর মধ্যে গোলাগুলি হচ্ছে। এতে ভয়ে মুয়ালপি পাড়ার ৪০ পরিবার রুমা সদরে চলে এসেছে।

নয়ন চক্রবর্তী/এসজে/এমএস