দেশজুড়ে

দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যা

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ ব্যাপারী গ্রামে দাম্পত্য কলহের জের ধরে দুই শিশু সন্তানকে বিষ খাইয়ে আত্মহত্যা করেছেন এক মা। নিহতের নাম রহিমা বেগম (২৮)। দুই সন্তান আকাশ হোসেন (৫) ও তাসলিমা আক্তার মেঘলা (৮) হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।পারিবারিক ও এলাকাবাসী সূত্র জানায়,তিন দিন আগে রাতে ঘরের বাইরে বাতি জ্বালানোকে কেন্দ্র করে রহিমার  তার স্বামীর রহিমউদ্দিনের সঙ্গে ঝগড়া হয়। স্বামী রহিমাকে মারধর করে। এরপর থেকে অভিমানে সে ভাত খেত না। বৃহস্পতিবার রাত ৯টার দিকে কাশির ওষুধের কথা বলে রহিমা তার ছেলে ও মেয়েকে কীটকাশক পান করান। এরপর তিনি নিজেও তা পান করেন।কীটনাশক খাওয়ার পর পেটে যন্ত্রণা হলে ছেলে মেয়েরা কান্নাকাটি শুরু করে। পরে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে তিনজনকে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে রহিমাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। দুই ভাই-বোনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।মানিকগঞ্জ সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক আনিসুর রহমান রহমান জাগো নিউজকে জানান, ভাই-বোনের পেট থেকে কীটনাশক বের করা হয়েছে। তারা এখন শঙ্কামুক্ত।এ ব্যাপারে যোগাযোগ করা হলে সাটুরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার জানান, ময়নাতদন্তের জন্য রহিমা বেগমের মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে। তবে এখনও কেউ লিখিত অভিযোগ করেননি।বি.এম খোরশেদ/এসএস/পিআর