দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনেও নৌকার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলেছেন স্বতন্ত্র প্রার্থীর। এছাড়া তার পোস্টার ছিঁড়ে ফেলা ও কর্মীদের মারধরেরও অভিযোগ করা হয়েছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পুরাতন বাজার এলাকায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী (আপেল প্রতীক) মোহাম্মদ আলী সরকার এসব অভিযোগ করেন।

তিনি বলেন, কয়েকদিন ধরেই বিভিন্ন নির্বাচনী প্রচারণায় নৌকা প্রতীকের কর্মী-সমর্থকরা ভোটারদের কেন্দ্রে না যেতে ভয়ভীতি দেখাচ্ছেন। এমনকি ভোটকেন্দ্রে গেলে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি করছেন। এরই মধ্যে এসব হুমকি ও ভয়ভীতির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে৷

আওয়ামী লীগের এই বিদ্রোহী প্রার্থী বলেন, আপেল প্রতীকের পক্ষে এজেন্ট না হতেও হুমকি দিচ্ছেন নৌকা প্রতীকের কর্মী-সমর্থকরা। ২২ জানুয়ারি ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের বড়গাছি বাজারে স্থানীয় আওয়ামী লীগ কর্মী সাবেক ইউপি সদস্য আব্দুস সামাদ আপেল প্রতীকের পোস্টার ছিঁড়ে ফেলেন এবং ভোটারদের ভয়ভীতি দেখান।

‘আমরা শুধু চাই, ভোটাররা নিরাপদে গিয়ে তাদের গণতান্ত্রিক অধিকার অনুযায়ী ভোট দিতে পারেন।’ যোগ করেন মোহাম্মদ আলী।

তবে সব অভিযোগ অস্বীকার করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে নৌকার প্রার্থী ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহা. জিয়াউর রহমান।

তিনি বলেন, অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। উল্টো আপেল প্রতীকের কর্মী-সমর্থকরা বিভিন্ন জায়গা নৌকার নির্বাচনী অফিস ভাঙচুর করেছেন। কয়েকদিন আগে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে রাতের অন্ধকারে শাড়ি বিতরণে সময় আপেলের কর্মীদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়।

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ভোটের দুদিন আগে নৌকার বিরুদ্ধে স্বতন্ত্রী প্রার্থীর অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান জাগো নিউজকে বলেন, স্বতন্ত্র প্রার্থী প্রথম থেকেই এমন অভিযোগ করছেন। অভিযোগ পেলেই আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছি।

আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন রাজশাহী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মোহাম্মদ আলী সরকার। অন্য প্রার্থীরা হলেন- নৌকা প্রতীকের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহা. জিয়াউর রহমান, জাতীয় পার্টির প্রার্থী আব্দুর রাজ্জাক, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের নাবীউল ইসলাম ও আ.লীগের বিদ্রোহী খুরশিদ আলম বাচ্চু, জাকের পার্টির প্রার্থী গোলাম মোস্তফা।

এর আগে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নৌকা প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ তুলে সোমবার বিকেলে সংবাদ সম্মেলন করেন স্বতন্ত্র প্রার্থী।

সোহান মাহমুদ/এসজে/এমএস