এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে একটি পরিবর্তন হতে পারে আজ বাংলাদেশ দলে। অভিজ্ঞ ইমরুল কায়েসের পরিবর্তে দলে ঢুকতে পারেন নুরুল হাসান সোহান। জিম্বাবুয়ে সিরিজে অভিষেকেই দারুণ খেলেছিলেন এ তরুণ।ভারতের বিপক্ষে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি ইমরুল কায়েস। যদিও তাকে মাঠে নামানো হয়েছিল চার নম্বরে এবং আউট হয়ে গিয়েছিলেন মাত্র ১৪ রান করে। তবে তার চেয়েও বড় ব্যাপার বল খেলেছেন তিনি ২৪টি। টি-টোয়েন্টি সংস্করণে এতো ধীর গতির ব্যাটিং স্বাভাবিকভাবেই কারো কাম্য নয়।পরিবর্তন হবার সুযোগ রয়েছে বোলিং বিভাগেও। বাংলাদেশ চার পেসার তত্ত্ব থেকে সরে আসলে তাসকিন আহমদের পরিবর্তে একাদশে আসতে পারেন স্পিনার আরাফাত সানি।প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হেরে কিছুটা চাপে রয়েছে বাংলাদেশ। শুক্রবার আমিরাতের বিপক্ষে হারলেই বাদ এমন সমীকরণ নিয়েই মাঠে নামছে বাংলাদেশ। যদিও কাগজে কলমে কিছু সম্ভবনা থাকবে তাদের। শেষ দুই ম্যাচে জয় ছাড়াও অন্য দল গুলোর ফলাফলের উপর নির্ভর করতে হবে।আরটি/আইএইচএস/এমএস