সার্ক শীর্ষ সম্মেলন ও সদ্য মালয়েশিয়ায় সরকারি সফর শেষে দেশে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে শুক্রবার বিকেল ৪টায় সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে এ তথ্য জানা গেছে। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।উল্লেখ্য, সাম্প্রতিক সার্ক শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই তিনি এক সরকারি সফরে মালয়েশিয়া যান। মালয়েশিয়া সফর শেষে বৃহস্পতিবার দুপুরে দেশে ফিরেছেন তিনি।