ঠাকুরগাঁও-৩ (রাণীশংকৈল-পীরগঞ্জ) আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হাফিজ উদ্দিন আহমেদ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
Advertisement
বুধবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভোট গণনা শেষে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা মমিনুর আলম এ ফলাফল ঘোষণা করেন।
লাঙল প্রতীকের হাফিজ উদ্দিন ৮৪ হাজার ৪৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একতারা প্রতীকের গোপাল চন্দ্র রায় (স্বতন্ত্র) পেয়েছেন ৫০ হাজার ৩০৯ ভোট।
এরআগে সকাল সাড়ে ৮টা থেকে ১২৮টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
Advertisement
আসনটিতে মোট ভোটার তিন লাখ ২৪ হাজার ৭৪১ জন। এরমধ্যে পুরুষ ভোটার এক লাখ ৬৫ হাজার ২১০ জন এবং নারী ভোটার এক লাখ ৫৯ হাজার ৫৩১ জন।
তানভীর হাসান তানু/এসআর/এএসএম