রাজশাহীতে বরই পাড়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে কাজেম আলী বিদ্যুৎ (৪০) নামের একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে নগরীর ছোট বনগ্রাম ক্লাব মোড়ে এ ঘটনা ঘটে।
কাজেম আলী বিদ্যুৎ ওই এলাকার মৃত শমশের আলীর ছেলে।
স্থানীরা জানায়, দুপুরে বরই পাড়াকে কেন্দ্র করে নাসিম ও আকাশের ছুরিকাঘাতে গুরুতর আহত হন কাজেম। আহত অবস্থায় তাকে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: চট্টগ্রামে গৃহবধূকে ছুরিকাঘাত, যুবক গ্রেফতার
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শামসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিকুল আলম বলেন, বরই পাড়া নিয়ে ছুরিকাঘাতে একজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে চন্দ্রিমা থানায় একটি মামলার প্রস্তুতি চলছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চালছে।
সাখাওয়াত হোসেন/আরএইচ/জিকেএস