চট্টগ্রামে গৃহবধূকে ছুরিকাঘাত, যুবক গ্রেফতার
চট্টগ্রাম মহানগরীর আসকারদিঘির পাড় এলাকায় এক গৃহবধূকে ছুরিকাঘাতের ঘটনায় মো. রিপন (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১১ মে) বিকেল ৩টার দিকে রিয়াজউদ্দিন বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রিপন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মুকুন্দপুর গ্রামের আবুল কালামের ছেলে। তিনি কাজির দেউড়ি শৈল্পিকের পাশের গলির কলোনিতে থাকতেন বলে জানিয়েছে পুলিশ।
কোতোয়ালী থানা সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৮টার দিকে ওয়াসার মোড় এলাকার রোকসানা আকতার রোমিও (৪২) নামের এক গৃহিণী তার ছেলেকে স্কুলে দিয়ে বাসায় ফিরছিলেন। তিনি আসকারদিঘির উত্তরপাড় রাস্তা দিয়ে যাওয়ার সময় এক যুবক কাঁচের ভাঙা টুকরা দিয়ে তার পেটে আঘাত করে পালিয়ে যায়।
পরে খবর পেয়ে ওই গৃহিণীর তার স্বামী ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৫ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবীর জাগো নিউজকে বলেন, আসকারদিঘির পাড় এলাকায় এক গৃহিণীকে ছুরিকাঘাতের খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করে হামলাকারীকে শনাক্ত করে। পরে বিকেল ৩টার দিকে হামলাকারী যুবক রিপনকে গ্রেফতার করা হয়।
এখন ভিকটিমের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান ওসি।
ইকবাল হোসেন/বিএ/এএসএম