খেলাধুলা

মাহমুদউল্লাহর প্রশংসায় অধিনায়ক

ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে হারের পর আমিরাতের বিপক্ষে দারুণ জয় তুলে এশিয়াকাপের লড়াইয়ে টিকে রইলো বাংলাদেশ। এদিন শেষ দিকে দারুণ দায়িত্বশীল ব্যাটিং করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন দলের অন্যতম সেরা ব্যাটসম্যান মাহমুদউল্লাহ। তাই ম্যাচ শেষে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার উচ্ছ্বসিত প্রশংসা পেলেন এ অল রাউন্ডার।শুক্রবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক বলেন, ‘মাহমুদউল্লাহ সবসময়ই আমাদের খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিল। ও জানে ওর কি কাজ। অধিকাংশ সময় দল চাপে থাকলেই ও ব্যাটিংয়ে যায়। ওইখানে গিয়ে আবার সেরাটা না খেলতে পারলে কথা হয়। অর জন্য কাজটা সবসময়ই কঠিন। টপ অর্ডারে রান না করলে পুরো চাপটা ওর উপরে চলে আসে। আজকেও একই দৃশ্য হয়েছিল। খুব ভালো লাগছে ও এই চাপটা নিয়েছে। ওর জন্যই একটা ভালো স্কোর দাঁড় করাতে পেরেছি। একই সঙ্গে বোলিংটাও ভালো হচ্ছে ওর। আশা করি এটা ও নিয়মিত করে যাবে।’বাংলাদেশের ইনিংসের ১৯ ওভার পর্যন্ত রান ছিল সাত উইকেট হারিয়ে ১১৬। চাপে পড়া বাংলাদেশের তখন ১২০ রান সংগ্রহ করাই মনে হচ্ছিল অনেক কঠিন। শেষ ওভারে ১৮ রান তুলে নেয় বাংলাদেশের। এ ওভারটা টাইগারদের জন্য গুরুত্বপূর্ণ ছিল বলে মনে করেন মাশরাফি। আর তা মাহমুদউল্লাহর জন্যই হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা আসলে ওইটাই টার্গেট করেছিলাম। আমরা জানতাম একটা অফ স্পিনার আছে। ওই ওভারে যদি ১০, ১৫ রান নিতে পারলে একটা স্কোর দাঁড় করতে পারি যেটা নিয়ে আমরা লড়াই করতে পারবো। আর আমরা ঠিক যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে। আর এটা হয়েছে রিয়াদ উইকেটে ছিল বলেই।’

আরটি/এসকেডি