সিলেটের জৈন্তাপুরে ট্রাক উল্টে এক শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অারো দুইজন আহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, নলজুরী নদীর উৎসমুখ থেকে পাথর সংগ্রহ করে আসার পথে নদীর পাড় ধ্বসে পাথরবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-৭৪৩৪) উল্টে যায়। এতে তিন শ্রমিক আহত হন। গুরুতর আহত মো. আলমকে (৪৫) সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আলম জৈন্তাপুর ইউনিয়নের আসামপাড়া গ্রামের মৃত হাসেম আলীর পুত্র। বৃহত্তর জৈন্তাপুর পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর বর ইউনিয়নের ইউনিট সদস্য আলমের মৃত্যুর বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।ছামির মাহমুদ/এসকেডি