দেশজুড়ে

ফতুল্লায় যুবকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় জবাই করা অজ্ঞাত নামা (৪৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে ফতুল্লার বক্তাবলীর লঞ্চঘাটে নদীতে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার এসআই আমির হোসেন। তিনি বলেন, কে বা কাহারা অজ্ঞাত ব্যক্তিকে হত্যা করে নদীতে ফেলে চলে যায়। নদীতে লাশ ভাঁসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার মর্গে পাঠানো হয়। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে এবং লাশের পরিচয় পাওয়ার পর হত্যার রহস্য বেরিয়ে আসবে বলে জানান তিনি। এসকেডি