তৃপ্তিধনী হওয়া ধনের উপর নির্ভর করে না; নির্ভর করে মনের তৃপ্তির উপর।– বোখারি ও মুসলিমএকজন ধনী লোকই সংসারে তৃপ্তিহীন বেশি।– সুইফটযে কাজ করে তৃপ্তি পাওয়া যায় সে কাজে আলস্য আসে না।– কুপারজীবন তৃপ্তি যতটুকু দেয় অতৃপ্তি দেয় তার চেয়ে বেশি।– ক্রিস্টিনা রসেটিযে তৃষ্ণার্ত, সে নীরবে জল পান করে।– গ্রীক প্রবাদবচনআমে ধান তেঁতুলে বান।অর্থ: আম বেশি ফললে ধান বেশি জন্মে। তেঁতুল বেশি ফললে ঝড় বন্যা হয়- এ কথা বুঝাতে বলা হয়।এইচআর/এমএস