রাজধানীর বংশালে একটি বাড়িতে লাইটিংয়ের কাজ করার সময় পাঁচতলা বাসার ছাদ থেকে পড়ে মো. উজ্জ্বল মুন্সি (২১) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে।
Advertisement
উজ্জ্বল মুন্সি বরিশাল জেলার মৃত ইউসুফ মুন্সির ছেলে। বর্তমানে কামরাঙ্গীরচরের বড়গ্রাম চেয়ারম্যান বাড়ির মোড় এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে বংশালের চান বাবুলের বাড়িতে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত উজ্জ্বলকে হাসপাতালে নিয়ে আসা ডেকোরেটরের মালিক মোহাম্মদ বিল্লাল হোসেন জানান, বংশালের চান বাবুলের বাড়ির পাঁচতলায় একটি প্রোগ্রামের জন্য লাইটিংয়ের কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Advertisement
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
কাজী আল-আমিন/এমএএইচ/