স্বাস্থ্য

বিশ্বের ৮০০ হৃদরোগ বিশেষজ্ঞ নিয়ে চলছে বিআইটি সামিট

বিশ্বের ৮০০ হৃদরোগ বিশেষজ্ঞ নিয়ে চলছে বিআইটি সামিট

বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৮০০ হৃদরোগ বিশেষজ্ঞ অংশ নিয়ে চলছে দুদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘বিআইটি সামিট’। এতে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা বিশ্বের বিভিন্ন দেশের সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তি ব্যবহারের ওপর নিজেদের অভিজ্ঞতা বিনিময় এবং প্রশিক্ষণ দিচ্ছেন।

Advertisement

গতকাল শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর রেডিসন ব্লু হোটেলে শুরু হওয়া এ সম্মেলন চলবে আজ শনিবার পর্যন্ত।

সম্মেলনের প্রথম দিনের আলোচনা পর্বে হৃদরোগের চিকিৎসায় সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দিয়েছেন হৃদরোগ বিশেষজ্ঞরা। বর্তমানে এ চিকিৎসায় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারে অর্থ খরচ কম হচ্ছে এবং সময় ও জীবন বাঁচছে বলে জানিয়েছেন তারা।

ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডা. আফজালুর রহমান এবং ভারতের প্রখ্যাত ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট অধ্যাপক ডা. রবীন চক্রবর্তীর যৌথ উদ্যোগে এ সম্মেলন আয়োজন করা হয়েছে।

Advertisement

এবারের সম্মেলনে বাংলাদেশসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, জাপান, চীন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল ও ভুটানসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৮০০ হৃদরোগ বিশেষজ্ঞ অংশ নিয়েছেন। দুদিনের এই সম্মেলনে লাইভ ট্রান্সমিশনসহ বিভিন্ন বিষয়ে মোট ২৮ সেশনে আলোচনা হবে।

হৃদরোগ বিশেষজ্ঞরা আধুনিক চিকিৎসা প্রযুক্তি ব্যবহার করে চিকিৎসাক্ষেত্রে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন। এছাড়াও হৃদরোগের অত্যাধুনিক চিকিৎসায় হার্টের ব্লক আগে বুক কেটে অপারেশন করা হতো এবং জটিল পদ্ধতি অবলম্বন করা হতো। কিন্তু বর্তমানে তা আধুনিক প্রযুক্তির মাধ্যমে অনেক সহজ হয়েছে।

অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসকরা ছাড়াও নবীণ চিকিৎসকরা অংশ নেন। যেখান থেকে তারা হৃদরোগ সংক্রান্ত বিভিন্ন বিষয়ের ওপর অভিজ্ঞতা লাভ করেন।

ইউনাইটেড হাসপাতাল থেকে অনলাইনে যুক্ত হয়ে ডা. শিগেরু সাইটো ও এ.এম শফিক একজন হৃদরোগীর পিসিআর (অন্য রক্তনালীগুলো সচল রেখে ব্লক হয়ে যাওয়া রক্তনালী সচল করতে নিরাপদে হার্ট অপারেশন) সরাসরি করে দেখান।

Advertisement

আয়োজকরা জানান, এই সম্মেলনের অন্যতম প্রধান লক্ষ্য দেশের হৃদরোগ বিশেষজ্ঞ ও চিকিৎসকদের বিশ্বের সর্বশেষ চিকিৎসা পদ্ধতি সম্পর্কে সম্যক ধারণা ও প্রশিক্ষণ দেওয়া। ২০১১ সাল থেকে প্রতি বছর অনুষ্ঠিত হচ্ছে বিআইটি সামিট। সূচনালগ্ন থেকে পর্যায়ক্রমে পশ্চিমবাংলা ঢাকাসহ বিভিন্ন দেশে এ সম্মেলন আয়োজিত হয়।

অধ্যাপক ডা. আফজালুর রহমান ও ভারতের প্রখ্যাত ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট অধ্যাপক ডা. রবীন চক্রবর্তী ছাড়াও অনুষ্ঠানে কোর্স পরিচালক হিসেবে অবদান রাখছেন ভারতের চিকিৎসক ডা. শুভনান রয়, ডা. এনএএম মোমেনুজ্জামান, যুক্তরাষ্ট্রের ডা. গেরি এস. মিন্টজ, কানাডার ডা. সানযোগ কালরা, সিঙ্গাপুরের ডা. টান হুয়াই চেম এবং যুক্তরাজ্যের ডা. আঞ্জেলা হুয়ে।

এএএম/এমকেআর/এএসএম