জাতীয়

চিড়িয়াখানা সংলগ্ন খাবার হোটেলে অবৈধ গ্যাস সংযোগ, দুদকের অভিযান

রাজধানীর মিরপুরে চিড়িয়াখানা সংলগ্ন ‘যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার বাসস্থান কমপ্লেক্স’ থেকে আশপাশের খাবার হোটেল-বেকারিতে অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

Advertisement

সোমবার (৬ ফেব্রুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট টিম অভিযান চালায় সেখানে। অভিযানে ৩০০ থেকে ৪০০ বীর মুক্তিযোদ্ধা পরিবারের ৪টি থেকে ৮টি অবৈধ গ্যাস সংযোগ হিসাবে মোট ১ হাজার ২০০ অবৈধ গ্যাস সংযোগের সন্ধান পায় এনফোর্সমেন্ট টিম।

আরও পড়ুন>>অনিয়ম-দুর্নীতি তদন্তে রংপুর মেডিকেল কলেজে দুদক টিম)

তিতাসের লজিস্টিক সাপোর্ট না থাকায় তাৎক্ষণিকভাবে এসব সংযোগ বিচ্ছিন্ন করা সম্ভব হয়নি বলে দুদক জানিয়েছে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. এর কর্মকর্তারা আগামী এক মাসের মধ্যে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে কমিশনকে অবহিত করা হবে মর্মে এনফোর্সমেন্ট টিমকে নিশ্চিত করেছে।

Advertisement

আরও পড়ুন>>বিমানের ২৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে মামলার অনুমোদন

এদিন দুদক এনফোর্সমেন্ট ইউনিট ৬টি অভিযোগের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে। যার মধ্যে ৩টি অভিযান ও ৩টি দপ্তরে চিঠি পাঠানো হয়েছে।

এছাড়া রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারীদের বিরুদ্ধে রোগী ও স্বজনদের জিম্মি করে বকশিসের নামে ছয়-সাতগুণ বেশি ভর্তি ফি এবং বকশিসের বিনিময়ে ট্রলিতে রোগী বহন করার অভিযোগের সত্যতা পায় এনফোর্সমিন্ট টিম।

আরও পড়ুন>>৬ মাসে সোয়া ২ লাখ অবৈধ গ্যাস লাইন কেটেছে তিতাস

Advertisement

এদিকে ঠিকাদারের বিরুদ্ধে রাস্তা নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করার অভিযোগের প্রেক্ষিতে দুদকের চাদঁপুর জেলা কার্যালয় থেকে অভিযান চালানো হয়। অভিযান পরিচালনাকালে দুদক টিম হাজীগঞ্জ উপজেলার এলজিইডি কার্যালয় থেকে অভিযোগ সংক্রান্ত রাস্তার রেকর্ডপত্র সংগ্রহপূর্বক নিরপেক্ষ ঠিকাদারের উপস্থিতিতে ঘটনাস্থল পরিদর্শন করে। রাস্তার স্পেসিফিকেশন যাচাই, পেভমেন্ট ও সারফেস টেস্ট, প্রোটেক্টিভ ও রোড সেফটির বিষয়সমূহ গুরুত্বের সঙ্গে তদারকির পরামর্শ দেয় এনফোর্সমেন্ট টিম।

এসএম/ইএ/জিকেএস