৬ মাসে সোয়া ২ লাখ অবৈধ গ্যাস লাইন কেটেছে তিতাস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:০১ এএম, ১৮ আগস্ট ২০২২

গত ৬ মাসে সোয়া দুই লাখ অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড। এসময়ে অভিযান চালানো হয়েছে ১৬৪টি। পাইপ কাটা হয়েছে ২২০ দশমিক ৬৩ কিলোমিটার সমান।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিদ্যুৎ জ্বালানি ও খণিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ তথ্য জানান।

jagonews24

প্রতিমন্ত্রী লিখেন, অবৈধ ও বকেয়াজনিত সংযোগ উচ্ছেদ করে বৈধ গ্রাহকদের নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে তিতাসের গত ছয় মাসের প্রচেষ্টার ফল। মূল্যবান রাষ্ট্রীয় সম্পদ ব্যবহারে কোনো অনিয়মকে প্রশ্রয় দেওয়া হবে না। আপনার আশপাশে অবৈধ গ্যাস সংযোগ থাকলে তথ্য দিয়ে তিতাসকে সহযোগিতা করুন।

রাজধানীসহ এর আশপাশের বিভিন্ন অঞ্চলে অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করতে নিয়মিত অভিযান পরিচালনা করছে তিতাস গ্যাস।

এমআইএস/এমকেআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।