জাতীয়

দেশে পাঠানো ১২ সোনার চেইন আত্মসাৎ, সিঙ্গাপুর প্রবাসী গ্রেফতার

মো. ফারুক মিয়া দীর্ঘদিন ধরে থাকেন সিঙ্গাপুরে। তার পরিচিত আরেক প্রাবাসী এনামুলের মাধ্যমে দেশে থাকা আত্মীয়ের জন্য স্বর্ণালঙ্কার পাঠান। কিন্তু সেই স্বর্ণালঙ্কার আত্মীয়ের কাছে না দিয়ে নিজেই আত্মসাৎ করেন এনামুল। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-উত্তরা বিভাগ স্বর্ণালঙ্কারসহ এনামুলকে গ্রেফতার করেছে।

Advertisement

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছেন গোয়েন্দা-উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) বদরুজ্জামান জিল্লু এ তথ্য জানান।

আরও পড়ুন: প্রতারণা করে হাতিয়েছেন ৬ কোটি টাকা, গড়েছেন দোকান-ফ্ল্যাট ব্যবসা

তিনি বলেন, গত ২৬ জানুয়ারি সিঙ্গাপুর প্রবাসী ফারুক মিয়া সব ভ্যাট-ট্যাক্স দিয়ে বাংলাদেশে তার আত্মীয়ের জন্য ১২টি সোনার চেইন পাঠান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৭ জানুয়ারি সিঙ্গাপুর প্রবাসী ফারুকের ভাগ্নের কাছে চেইনগুলো দেওয়ার কথা থাকলেও এনামুল তা না করে কৌশলে সেখান থেকে চলে যান।

Advertisement

আরও পড়ুন: স্বাক্ষর জালিয়াতি করে ৯ বছর পলাতক, অবশেষে ধরা

এডিসি বদরুজ্জামান জিল্লু বলেন, পরবর্তীসময়ে চেইনগুলোর জন্য তার সঙ্গে যোগাযোগ করলেও তিনি তা দিতে অস্বীকার করেন। প্রবাসী ফারুকের ভাগ্নে ৫ ফেব্রুয়ারি ডিএমপির বিমানবন্দর থানায় একটি মামলা করেন। সেই মামলার সূত্র ধরে রাজধানী উত্তরার পলওয়েল কার্নেশন শপিং এলাকা থেকে এনামুলকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে প্রবাসীর সেই ১২টি সোনার চেইন উদ্ধার করা হয়।

টিটি/আরএডি/এমএস

Advertisement