বগুড়ার আদমদীঘিতে বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার ও সাধারণ সম্পাদক আবু হাসানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
Advertisement
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে উপস্থিত হয়ে ৩৬ নেতাকর্মীর জামিনের আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী ও বগুড়া আইনজীবী বার সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বাছেত।
তবে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোজাম্মেল হক চৌধুরী দুজনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ তথ্য নিশ্চিত করেছেন আসামিপক্ষের আরেক আইনজীবী অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু।
Advertisement
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২৬ নভেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলা সদরের পুরাতন সোনালী ব্যাংক এলাকায় ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। ওইদিন রাতেই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিল্লুর রহমান বাদী হয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি আবদুল মহিত তালুকদার, সাধারণ সম্পাদক আবু হাসান, সাবেক ছাত্রনেতা মাহফুজুল হক টিকনসহ ৩৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা শতাধিক নেতাকর্মীকে আসামি করে মামলা করেন।
পরবর্তীতে এজাহারভুক্ত আসামিরা হাইকোর্টের আদেশে ছয় সপ্তাহের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হলে মঙ্গলবার দুপুরে আদালতে ওই মামলার ৩৬ জন আসামি হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে ৩৪ জনের জামিন মঞ্জুর হলেও দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
জেডএইচ/
Advertisement