স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বর্তমান সরকার বিগত সাত বছরে বাংলাদেশ যে উন্নয়ন করেছে পৃথিবীর ইতিহাসে এটি বিরল ঘটনা। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। তাহলে সোনার বাংলা গড়তে আর কিছু বাকি রইলো না।শনিবার বিকেলে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে এসব কথা বলেন তিনি।মন্ত্রী বলেন, আমাদের মাথাপিছু আয় চার হাজার ডলারে নিয়ে যেতে হবে। আমরা যখন ক্ষমতা গ্রহণ করি তখন মাথাপিছু আয় ছিল ৫৫০ ডলার। কিন্তু এখন মাথাপিছু আয় ১৪৪০ ডলার। আমরা খুব শিগগিরই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। সবক্ষেত্রে আমাদের উন্নয়নের ছোঁয়া আছে। খালেদা জিয়ার তো বলার কিছু নেই, উনি এখন কথাই বলেন না, যা বলার বলে ওই ফখরুল। হাত-পা নাড়িয়ে এমনভাবে উনি যেটা বলেন, সেটাই অভিমত আর পৃথবীতে অন্য কোনো অভিমত নেই।মন্ত্রী আরো বলেন, সামনে যে ইউনিয়ন পরিষদ নির্বাচন আসছে নৌকা মার্কা প্রথম ধাপে প্রার্থী কিন্তু আপনারা ঠিক করে দিয়েছেন। তার মধ্যে ৮৫ না ৮৭টিতে বিএনপি প্রার্থীই পায়নি। অনেক স্থানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। জনগণ তো নৌকায় সাপোর্ট করছে। আপনারা দায়িত্বহীন ভাষায় বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকায় ভোট দেবেন এবং নৌকা মার্কা পক্ষে কাজ করবেন বলে জনগণকে ওয়াদা করান।জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জিল্লুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, সংসদ সদস্য সানজিদা খানম, সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, জেলা প্রশাসক আলহাজ আকবর আলী মজি প্রমুখ।রুবেলুর রহমান/এআরএ/আরআইপি