দেশজুড়ে

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে মারপিট

মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় নওগাঁয় বাবার মাথায় ইট দিয়ে আঘাত করে রক্তাক্ত করেছে বখাটে আতিকুর রহমান (১৮)। আহত হেলালকে চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।শনিবার বিকেল ৪টার দিকে সদর উপজেলার শিকারপুর ইউনিয়নে গোয়ালী মাদরাসার মোড়ে এ ঘটনা ঘটে।ঘটনার পর মেয়ের মা জোসনা বেগম চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্তরা হলো, গোয়ালী গ্রামের আতিকুর রহমান (১৮), বাবা মোকছেদ আলী (৫৪), মা সুফিয়া বেগম (৪৪) এবং একই গ্রামের রেজাউল ইসলামের ছেলে জুয়েল (১৮)।স্থানীয় সূত্রে জানা যায়, হেলাল উদ্দিনের মেয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী হেলেনা বানু (১২) গোয়ালী মাদরাসায় যাওয়া আসার পথে একই গ্রামের মোকছেদ আলীর ছেলে আতিকুর রহমান প্রায়ই ইভটিজিং করতো। বিষয়টি হেলেনা বানু তার বাবাকে জানায়। এরপর শনিবার বিকেলে হেলেনার বাবা হেলাল উদ্দিন মাদরাসার মোড়ে আতিকুরকে ডেকে তার মেয়েকে ইভটিজিং না করার জন্য অনুরোধ করেন। এতে আতিকুর ক্ষিপ্ত হয়ে ইট দিয়ে হেলালের মাথায় আঘাত করে। এসময় মারাত্মকভাবে আহত হন হেলাল। পরে স্থানীয়রা হেলালকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন।এ ব্যাপারে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম জানান, এ ঘটনায় সন্ধ্যায় থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।আব্বাস আলী/এআরএ/বিএ