দেশজুড়ে

আমরা গণতন্ত্র উদ্ধারের আন্দোলনে নেমেছি: এ্যানি

বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ঐক্যবদ্ধ বিএনপি অনেক শক্তিশালী। সেই শক্তি ১১ ফেব্রুয়ারি দেখাতে চাই। প্রত্যেক ইউনিয়নে পতাকা মিছিল হবে, হাতে ফেস্টুন থাকবে। একরাতে ফেস্টুন তৈরি করবেন। আমরা গণতন্ত্র উদ্ধারের আন্দোলনে নেমেছি। এ আন্দোলনের ফয়সালা হবে রাজপথে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) জেলা বিএনপির ব্যানারে আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা কর্মসূচির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যানি চৌধুরী আরও বলেন, এটি শুধু বিএনপির নয়, জনগণের আন্দোলন। এতে বিজয় ছাড়া বিকল্প কোনো সুযোগ নেই। বিজয় ছাড়া ঘরে ফেরার সুযোগ নেই। মাঠে নেমেছি, পেছনে যাবো না। সামনে যাবো, অধিকার আদায় করবো, দাবি আদায় করবো।

জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবুর সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমানের সঞ্চালনায় এসময় কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ভিপি হারুনুর রশিদ, বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূঁইয়া, মনিরুল ইসলাম হাওলাদার, মাহবুবুর রহমান লিটন ও শাহ মোহাম্মদ এমরান প্রমুখ উপস্থিত ছিলেন।

কাজল কায়েস/আরএইচ/জেআইএম