ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আলদা উত্তেজনা। দুই দেশের মাঝেই শুধু সীমাবদ্ধ থাকে না, এর রোমাঞ্চ ছড়িয়ে পড়ে সারা বিশ্বেই। এমন এক মহারণের সাক্ষী হতে ঢাকা এসেছেন বলিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অসিন। শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাউদার্ন স্ট্যান্ডে বসে খেলা দেখেন বলিউডের এ নায়িকা। ২০০৪ থেকে তামিল সিনেমায় বেশ দাপটের সঙ্গে অভিনয় করে ২০০৮ সালে আমির খান অভিনীত বহুল আলোচিত এবং ব্যবসা সফল ছবি ‘গজনি’ ছবির দিয়ে বলিউডে পা রাখেন অসিন। সাফল্যের ধারাবাহিকতায় কাজ করেছেন সালমান খানের বিপরীতে `রেডি`তে। এরপর হাউসফুল টু, বোল বাচ্চান এবং খিলাড়ি সেভেন এইট সিক্স -এর মতো সফল বাণিজ্যিক সিনেমায় অভিনয় করেছেন তিনি।এমআর/এমএস