দেশের জুয়েলারি শিল্পীদের হাতে গড়া অলংকার নিয়ে দ্বিতীয়বারের মতো আয়োজিত হয়েছে বাজুস ফেয়ার ২০২৩। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চলা মেলায় আজ সাপ্তাহিক ছুটির দিনে গহনাপ্রেমী এবং দর্শনার্থীদের বেশ ভিড় লক্ষ্য করা গেছে।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে আইসিসিবির নবরাত্রি হলে আয়োজিত মেলায় সরেজমিনে দেখা যায় এমন চিত্র।
মেলায় স্বনামধন্য বিভিন্ন জুয়েলারি প্রতিষ্ঠান ক্রেতাদের আকৃষ্ট করতে তাদের বিভিন্ন গহনায় ছাড় দিয়েছে। মেলায় ডায়মন্ডের সব ধরনের জুয়েলারিতে ৩২ শতাংশ ছাড় দিয়েছে আপন জুয়েলার্স।
এ বিষয়ে আপন জুয়েলার্সের সেলস এক্সিকিউটিভ ভাস্কর ঘোষ সুমন বলেন, মেলা উপলক্ষে ডায়মন্ডের সব জুয়েলারিতে আমরা ৩২ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছি। এছাড়া গোল্ডসহ সব ধরনের জুয়েলারিতে মেকিং চার্জেও (মজুরি) ৬০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছি। পাশাপাশি কিছু গিফট রেখেছি, যেগুলো র্যাফেল ড্রয়ের মাধ্যমে পরিচালিত হবে।
ছুটির দিনে কেমন বিক্রি হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, অন্য বছরের তুলনায় এবছর ভালো সাড়া পাচ্ছি। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় শুক্রবারে মেলায় দর্শনার্থী বেড়েছে। বিকেল থেকে হয়তো আরও মানুষ আসবে, ভিড় বাড়বে। সবমিলিয়ে প্রত্যাশিত একটা সাড়া পাবো বলে আশা করছি।
জানা গেছে, বাংলাদেশে জুয়েলারি শিল্পের সবচেয়ে বড় আয়োজন দ্বিতীয় বাজুস ফেয়ার চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা ক্রেতা-দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। বাজুস ফেয়ারে প্রবেশ টিকিটের মূল্য জনপ্রতি ১০০ টাকা। তবে পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের টিকিট লাগবে না।
এর আগে গতকাল বৃহস্পতিবার মেলার উদ্বোধন করেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) প্রেসিডেন্ট ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার নবরাত্রি হলে এর উদ্বোধন করা হয়।
আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এই মেলায় স্বর্ণের অলংকারের ৮টি প্যাভিলিয়ন, ১২টি মিনি প্যাভিলিয়ন ও ৩০টি স্টল আছে। সেগুলোতে দেশের ঐতিহ্যবাহী ৫০টি জুয়েলারি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
এএএম/কেএসআর/জেআইএম