দেশজুড়ে

রায়গঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গ্রেফতার

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইকবাল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কালিয়াবিলে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জাগো নিউজকে বলেন, আমলযোগ্য অপরাধ হবে এমন ষড়যন্ত্রের খবর পেয়ে ১৫১ ধারায় তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

এম এ মালেক/এসআর/জিকেএস