দেশজুড়ে

সিরাজগঞ্জে বিএনপির ৩৮৬ নেতাকর্মীর নামে মামলা

সিরাজগঞ্জে ককটেল নিক্ষেপ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় ৩৮৬ বিএনপি নেতাকর্মীর নাম উল্লেখ করে ৯৮৬ জনের নামে পৃথক দুটি মামলা হয়েছে।

রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় কালিয়াহরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন ও পুলিশ সদস্য বাদী হয়ে এ পৃথক দুটি মামলা করেন। এ মামলায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: সিরাজগঞ্জে সংঘর্ষের পর বিএনপির ৩৮ নেতাকর্মী গ্রেফতার

গ্রেফতাররা হলেন- জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর শাহরিয়া শিপু, কামারখন্দ সরকারি হাজী কোরব আলী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক শামীম রেজাসহ সাতজন।

তবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, আওয়ামী লীগ পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটিয়ে বিএনপির নেতাকর্মীর নামে গায়েবি মামলা দিয়ে গ্রেফতার করছে।

অপরদিকে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত অভিযোগ অস্বীকার করে বলেন, পাইকপাড়ায় আওয়ামী লীগের শান্তির সমাবেশে বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়েছে। বিএনপির সন্ত্রাসীরা জামায়াতকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের ১২টি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন। বিএনপি পদযাত্রার নামে সন্ত্রাস যাত্রা শুরু করেছে।

এম এ মালেক/আরএইচ/জেআইএম