দেশজুড়ে

সুন্দরবনের অভয়ারণ্যে মাছ শিকার, ১৪ জেলে আটক

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের অভয়ারণ্য এলাকায় মাছ শিকারের অভিযোগে ৫টি নৌকা ও ১৪ জেলেকে আটক করেছে বন বিভাগ। শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের অভয়ারণ্যে এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক জেলেরা হলেন- শ্যামনগর উপজেলার জাহাঙ্গীর শেখ (৪২), ওহাব আলী (৪৩), আবুল গাজী (৬২), মহিবুল্লাহ মল্লিক (২৮), নুরুল আলম গাইন (২০), আব্দুর রহিম (২৭), আমজাদ মোল্লা (৫৫), আসাদুল (৪০), রিপন (২০), বাবর আলী (৩৩), আমজাদ (৩৫), ইউনুস আলী (৪৮), মুন্নাক (৬২) ও আকবর গাজী (৪৫)।

এ বিষয়ে বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা নুরুল আলম জাগো নিউজকে বলেন, সহকারী বন সংরক্ষক এম কে এম ইকবাল হোছাইন চৌধুরীর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সুন্দরবনের অভয়ারণ্য এলাকার ডিঙ্গিমারি থেকে অভিযুক্তদের আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা।

আহসানুর রহমান রাজীব/কেএসআর