দেশজুড়ে

মাদারীপুরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

মাদারীপুরের শিবচর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে শিবচরের কুতুবপুর ইউনিয়নের কেশবপুর এলাকার একটি পেঁয়াজ ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে মরদেহটির বেশিরভাগ অংশ গলে যাওয়ায় পরিচয় নির্ধারণ করা যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ। চুল দেখে তাকে নারী বলে ধারণা করা হচ্ছে।শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, ধারণা করা হচ্ছে চার-পাঁচ দিন আগে মরদেহটি ফেলে যাওয়া হয়েছে। খবর পেয়ে শিবচর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে আনে।নাসিরুল হক/এফএ/এসএস/পিআর