দেশজুড়ে

বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু

টাঙ্গাইলের বাসাইলে পানিতে ডুবে সাদ ইসলাম (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কাউলজানী ইউনিয়নের গিলাবাড়ি উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সাদ ইসলাম ওই গ্রামের মো. লাবু সরকারের ছেলে।

স্থানীয়রা জানান, শিশুটির মা বাড়িতে সরিষা মাড়াইয়ের কাজে ব্যস্ত ছিলেন। পাশেই শিশু সাদ খেলা করছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তিনি।

কোথাও না পেয়ে পুকুরের পাশে গিয়ে দেখতে পান সাদ পানিতে ভাসছে। মায়ের চিৎকারে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মরিয়ম আক্তার হ্যাপি জানান, হাসপাতালে আনার আগেই শিশু সাদ ইসলামের মৃত্যু হয়েছে।

আরিফ উর রহমান টগর/আরএইচ/এএসএম