জাতীয়

ঠিকাদারদের থেকে কাজ বুঝে নিন

জলাবদ্ধতা সমস্যা দূর করতে চায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ জন্য উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এসব কার্যক্রমে নিয়োজিত ঠিকাদারদের থেকে কাজ আদায় করে নিতে কাউন্সিলরদের আহ্বান জানিয়েছেন মেয়র শেখ ফজলে নূর তাপস।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনে এক বোর্ড সভা হয়। সেখানে উপস্থিত ছিলেন দক্ষিণ সিটির কাউন্সিলররা।

আরও পড়ুন: জলাবদ্ধতার কারণ ‘সরকারি প্রতিষ্ঠানের খামখেয়ালিপনা’

তাদের উদ্দেশে মেয়র বলেন, আবারও বর্ষা মৌসুম সমাগত। আমাদের খালগুলো পরিষ্কারের জন্য কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। যার যার এলাকায় খাল আছে, আপনারা দয়া করে একটু নজরদারি দিয়ে সেগুলো পরিষ্কার করিয়ে নেবেন। এ জন্য ঠিকাদার নিয়োগ আছে। কিন্তু কিছু সময় অবহেলা হয়। ঠিকাদাররা এক বা দুদিন কাজ করলো, আবার হয়তো পরের দিন কাজ করলো না। সুতরাং আপনাদের একটু নজরদারি বাড়িয়ে ঠিকাদারদের কাছ থেকে কাজ আদায় করে নিতে হবে।

আরও পড়ুন: পয়োনিষ্কাশন ব্যবস্থা যথাযথ ও আধুনিকায়ন জরুরি

নর্দমা পরিষ্কার কার্যক্রম তদারকির ওপর জোর দিয়ে মেয়র শেখ তাপস বলেন, আমরা সব নর্দমা পরিষ্কারে ঠিকাদার নিয়োগ করেছি। ফেব্রুয়ারির শেষ হতে শুরু হয়ে তা এপ্রিল পর্যন্ত চলমান থাকবে। আপনারা (কাউন্সিলর) অবশ্যই আমাদের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সঙ্গে সমন্বয় করে ওয়ার্ডের নর্দমা পরিষ্কার করিয়ে নেবেন। অবশ্যই সেগুলো পরিষ্কার করিয়ে নিতে হবে। কারণ জলাবদ্ধতা নিরসনে এগুলো ভূমিকা রাখে।

আরও পড়ুন: ‘জলাবদ্ধতা নিরসনে নতুন মাস্টারপ্ল্যান জরুরি’

বোর্ড সভায় অর্থ ও সংস্থাপনবিষয়ক স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়। এতে ৪২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ সেলিমকে সভাপতি করা হয়। আর কমিটির সদস্য হলেন ৮ নম্বর ওয়ার্ডের মো. সুলতান মিয়া, ২৭ নম্বর ওয়ার্ডের ওমর বিন আব্দুল আজিজ, ১৯ নম্বর ওয়ার্ডের আবুল বাশার, ৪ নম্বর ওয়ার্ডের মো. জাহাঙ্গীর হোসেন, ৪৯ নম্বর ওয়ার্ডের বাদল সরদার এবং সংরক্ষিত আসনের মধ্যে ১৪ নম্বর আসনের লাভলী চৌধুরী, ২০ নম্বর আসনের নাছরিন আহমেদ ও ১৭ নম্বর আসনের সাথী আক্তার।

এমএমএ/জেডএইচ/এএসএম