মানিকগঞ্জের সিংগাইরে সীমানা বিরোধে ভাই-ভাতিজার কিল-ঘুসিতে মানিক মোল্লা (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর গ্রামে এ ঘটনা ঘটে।
মানিক মোল্লা ওই গ্রামের মৃত খালেক মোল্লার ছেলে।
আরও পড়ুন: জমি নিয়ে বিরোধের জেরে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম
নিহতের স্ত্রী রোকেয়া বেগম জানান, সকালে তার স্বামী বাড়ির সীমানা ঘেঁষে একটি টয়লেট নির্মাণের কাজ শুরু করেন। এসময় তার বড় ভাই খুশি মোল্লা, ছোট ভাই শফি মোল্লা ও ভাতিজা হাসান কাজে বাধা দেন। এ নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে তারা মানিক মোল্লাকে এলোপাতাড়ি কিল-ঘুসি মারতে থাকেন। এতে ঘটনাস্থলে তিনি প্রাণ হারান।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্ল্যা জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে বাড়ির সীমানা বিরোধে মারামারিতে মানিক মোল্লা নিহত হয়েছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক।
বি. এম খোরশেদ/আরএইচ/এএসএম