গোপাগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দলীয় পদ-পদবী বিবেচনায় না এনে ১১টি ইউনিয়নের মধ্যে বর্তমান ৯ চেয়ারম্যানকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। ২টি ইউনিয়নে এসেছে নতুন মুখ। এই দুইটি ইউনিয়ন হচ্ছে সাদুল্লাপুর ও বান্ধাবাড়ী। সাদুল্লাপুর ইউনিয়নে ভীম চন্দ্র বাড়ৈ ও বান্ধাবাড়ী ইউনিয়নে মহব্বত আলী গোলদার। অপর ৯টি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যানরা মনোনয়ন পেয়েছেন। এরা হলেন, কুশলা ইউনিয়নে কামরুল ইসলাম বাদল, পিঞ্জুরী ইউনিয়নে মো. আবু ছাইদ শিকদার, হিরন ইউনিয়নে মুন্সী এবাদুল ইসলাম, কলাবাড়ী ইউনিয়নে মাইকেল ওঝা, রাধাগঞ্জ ইউনিয়নে অমৃত লাল হালদার, রামশীল ইউনিয়নে খোকন বালা, শুয়াগ্রাম ইউনিয়নে মনিন্দ্রনাথ হালদার, কান্দি ইউনিয়নে উত্তম কুমার বাড়ৈ, আমতলী ইউনিয়নে হান্নান শেখ। অধিকাংশরই দলীয় তেমন পদ-পদবী নেই। তবে এরা সকলই নিজ নিজ ইউনিয়নে জনপ্রিয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম হুমায়ুন কবীর উল্লেখিত ব্যক্তিদের মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন,আমাদের জননেত্রী শেখ হাসিনা যে সিন্ধান্ত দিয়েছে আমরা সে সিন্ধান্ত মেনে নিয়ে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করবো। এস এম হুমায়ূন কবীর/এমএএস/পিআর