দেশজুড়ে

রাজবাড়ীতে পাসপোর্ট অফিসের দালাল গ্রেফতার

রাজবাড়ীতে তছির খান (৪০) নামের পাসপোর্ট অফিসের এক দালালকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে পাসপোর্ট অফিসের বিপরীতে ভেনাস ফার্মেসির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার তছির খান আলাদীপুরের মৃত হোসেন আলী খানের ছেলে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভুক্তভোগীর করা মামলায় তছির খানকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ২০২২ সালের জুলাইয়ে বিদেশে যাওয়ার জন্য পাসপোর্ট করতে রাজবাড়ীর আলাদীপুর পাসপোর্ট অফিসে যান পাংশা মাছপাড়ার রাকিব হোসেন মৃধা (১৯)। ওইসময় পাসপোর্ট অফিসের বিপরীতে ভেনাস ফার্মেসির সামনে দাঁড়িয়ে থাকার সময় তছির নামের ওই ব্যক্তির সঙ্গে সখ্য গড়ে ওঠে। একপর্যায়ে তছির ১৫ হাজার টাকার বিনিময়ে এক সপ্তাহের মধ্যে পাসপোর্ট করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। তখন ওই যুবক তার কথা বিশ্বাস করে নগদ সাড়ে ১২ হাজার টাকা দেন। পাসপোর্ট হাতে পাওয়ার পর বাকি টাকা দেবেন বলে জানান।

এক সপ্তাহ পর পাসপোর্টের জন্য যোগাযোগ করা হলে কয়েকদিন সময় চান তছির। পরে পাসপোর্ট না দিতে পারলে টাকা ফেরত চাইলে টালবাহানা শুরু করেন। বৃহস্পতিবার সকালে পাসপোর্ট অফিসের বিপরীতে ভেনাস ফার্মেসিতে উপস্থিত হয়ে রাকিব পুনরায় টাকা দাবি করেন। টাকা না দিতে পারলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান। এসময় তছির তাকে গালিগালাজ করেন এবং হুমকি দেন। পরে স্থানীয় লোকজনদের সহায়তায় তাকে আটক করে পুলিশে দেওয়া হয়।

রুবেলুর রহমান/এসআর/জিকেএস