বিএসটিআই ল্যাবে মান যাচাই না করে খাদ্য তৈরির অপরাধে ফেনীর দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে শহরের বিসিক শিল্প নগরী এলাকার হীরা সুইটস ও সাকুরা ফুডকে ৫০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবল চাকমা।
আরও পড়ুন: নামি ব্র্যান্ডের প্যাকেটে ভেজাল গুঁড়া দুধ, জরিমানা দুই লাখ
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাশিয়াত আকতার জানান, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন লঙ্ঘনের অপরাধে হীরা সুইটস অ্যান্ড কনফেকশনারি ও সাকুরা ফুড ইন্ডাস্ট্রিকে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
আবদুল্লাহ আল-মামুন/আরএইচ/এমএস