বাড্ডার প্রগতি সরণী এলাকায় প্রায় ২৪ ঘণ্টাই যানজট লেগে থাকে। আর তা নিরসনে এই এলাকা থেকে দুটি বড় ময়লার স্তুপ সরানোর জন্য মেয়র আনিসুল হকের কাছে অনুরোধ জানিয়েছেন বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ জলিল। রোববার গুলশান ক্লাবে ওয়ার্ড কাউন্সিলর ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসির) আওতাভুক্ত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় ওসি এই অনুরোধ জানান। এম এ জলিল বলেন, মেরুল বাড্ডা এবং প্রগতি সরণীর হল্যান্ড সেন্টারের পাশে বড় দুটি ময়লার স্তুপ সড়কের ৭০ ভাগ জায়গা দখল করে রাখে। এর ফলে সড়কে দিন-রাত যানজট লেগেই থাকে। এগুলো দ্রুত সরানোর ব্যবস্থা করুন। এ বিষয়ে ডিএনসিসির মেয়র আনিসুল হক বলেন, বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। আমরা ইতোমধ্যে দুটি ময়লার ডিপো তৈরির কাজ শুরু করেছি। আগামী ২-৩ মাসের মধ্যে আমরা স্তুপগুলো সরিয়ে ফেলবো। রাস্তায় আর বড় ময়লার স্তুপ থাকবে না। এআর/এনএফ/পিআর