দেশজুড়ে

টোলপ্লাজায় অধ্যক্ষকে লাঞ্ছিতের অভিযোগে সড়ক অবরোধ

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ এ জে এম মাসুদর রহমানকে লাঞ্ছিতের প্রতিবাদে মহানন্দা সেতুর টোল প্লাজা অবরোধ করেছে শিক্ষার্থীরা। ঘণ্টাব্যাপী অবরোধ চলার পর স্থানীয় প্রশাসন ও পলিটেকনিকের শিক্ষকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে পলিটেকনিকের শত শত শিক্ষার্থী টোল প্লাজায় অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। এসময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

শিক্ষার্থীরা জানান, সকালে অধ্যক্ষ মাসুদুর রহমান গাড়ি নিয়ে বীরশ্রেষ্ঠ ক্যাপটেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু অতিক্রম করার সময় তাকে লাঞ্ছিত করে টোলপ্লাজার লোকজন। এরই প্রতিবাদে সড়ক অবরোধ করা হয়। একঘণ্টা পর স্থানীয় প্রশাসন ও পলিটেকনিকের শিক্ষকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মহানন্দা টোল প্লাজার ম্যানেজার ফাহিম রহমান জানান, সব সাধারণ গাড়ির মতো অধ্যক্ষের গাড়িটি টোল আদায়ের জন্য দাঁড় করানো হয়। তিনি পরিচয় দিলে তার গাড়িটি ছাড় পাবে কি পাবে না সেটি উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপের পর জানানোর কথা বলা হয়। এরপরও তার কাছে টোল না নিয়ে গাড়িটি ছেড়ে দেওয়া হয়। পরে শিক্ষার্থীরা হঠাৎই এসে টোল প্লাজায় অবরোধ করে কার্যক্রম বন্ধ করে দেয়। এতে প্রায় দুই থকে তিন লাখ টাকা লোকসান হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ এ জে এম মাসুদর রহমান বলেন, মহানন্দা টোল প্লাজা পার হওয়ার সময় আমার সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে। বিষয়টি শিক্ষার্থীরা জাোর রাস্তা অবরোধ করে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান বলেন, শিক্ষার্থীদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। আপাতত যানচলাচল স্বাভাবিক রয়েছে।

সোহান মাহমুদ/এএইচ/এএসএম