খেলাধুলা

লিটনকে অভিনন্দন জানালো কলকাতা

কুমিল্লা ভিক্টোরিয়ান্স শিরোপা জিতেছে। লিটন দাস ফাইনালে খেলেছেন হাফসেঞ্চুরি ইনিংস। সবমিলিয়ে দারুণ একটি বিপিএল কাটলো ডানহাতি এই উইকেটরক্ষক ব্যাটারের।

৩১ মার্চ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের ষোড়শ আসর। এবার সেখানে দল পেয়েছেন লিটন। প্রথমবারের মতো তাকে কিনে নিয়েছেন কলকাতা নাইট রাইডার্স।

লিটনকে নিয়ে বেশ উচ্ছ্বসিত কলকাতা। বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে শিরোপা জেতায় তাকে অভিনন্দনও জানিয়েছে দলটি।

কলকাতা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ট্রফি হাতে সস্ত্রীক লিটনের ছবি দিয়ে লিখেছে, ‘অভিনন্দন লিটন। সি ইউ সুন (শিগগিরই দেখা হচ্ছে)।’

এমএমআর/এএসএম