জমজমাট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিপিএল শেষ। তবে বাংলাদেশের ক্রিকেট অনুরাগীদের সামনে আছে আরও আন্তর্জাতিক ক্রিকেট দেখার সুযোগ। আর মাত্র এক সপ্তাহ পর (২৪ ফেব্রুয়ারি) ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে চলে আসছে ইংল্যান্ড। ইংলিশরা থাকতেই আসবে আইরিশরা। খেলবে ওয়ানডে, টি-টোয়েন্টি ও এক টেস্ট।
১ মার্চ থেকে একদম এপ্রিলের ৮ তারিখ পর্যন্ত টানা ব্যস্ত সূচি টাইগারদের। জাতীয় দলের ওই ব্যস্ত শিডিউলের মধ্যেই ১৬ থেকে ১৭ মার্চ মাঠে গড়াবে দেশীয় ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় ও জমজমাট ওয়ানডে আসর ঢাকা প্রিমিয়ার লিগ। এখন পর্যন্ত দিনক্ষণ চূড়ান্ত না হলেও জানা গেছে মার্চের ২-৩ তারিখে শুরু দলবদল ।
ঘরের মাঠে ইংল্যান্ডের সাথে সিরিজ শেষ হওয়ার দু‘তিন দিন পরই শুরু প্রিমিয়ার লিগ। ধরেই নেওয়া যায়, প্রিমিয়ার লিগ আর আয়ারল্যান্ডের সাথে ওয়ানডে সিরিজ শুরু হবে প্রায় একই সময়ে।
১৮ মার্চ থেকে আয়ারল্যান্ডের সাথে ওয়ানডে সিরিজ শুরু। ২৩ মার্চ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে ২৭ মার্চ শুরু তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তারপর শেরে বাংলায় ৪ এপ্রিল শুরু একমাত্র টেস্ট। ফলে এবার জাতীয় দলের সব ক্রিকেটার লিগের একটা অংশ বিশেষ করে পুরো সুপার লিগ খেলতে পারবেন বলেই ধারণা করা হচ্ছে। তার আগেও অনেকেই প্রিমিয়ার লিগ খেলার সুযোগ পাবেন।
ক্রিকেট অনুরাগীদের বড় অংশ অধীর আগ্রহে অপেক্ষায় কে কোন দলে খেলবেন, তা জানতে। বিশেষ করে বড় তারকাদের কার কোন দল, তা জানার কৌতুহল অনেকেরই।
আনুষ্ঠানিক দলবদল যদিও বাকি। তারপরও প্রিমিয়ারের ক্লাবগুলো ভেতরে ভেতরে দল গোছানোর কাজ সেরে ফেলেছে। জাগো নিউজের পাঠকরা কিন্তু বেশ কয়েক মাস আগেই জেনে গেছেন, শীর্ষ তারকাদের কার কোন দল।
আগেরবার দলবদলে মোহামেডানের হয়ে নাম লিখিয়েও জাতীয় দলের শিডিউলের কারনে শেষ পর্যন্ত আর তাদের হয়ে খেলা হয়নি সাকিবের। এবার সাকিব কোথায় খেলবেন, তা নিয়ে ছিল ধোঁয়াশা।
মাঝে গুঞ্জন উঠেছিল, সাকিব এবার আবাহনীতে যোগ দিচ্ছেন। কিন্তু না। সাকিব মোহামেডানেই থাকছেন। শুধু নিজে মোহামেডানে খেলাই নয়, দল গোছানোর কাজও তদারকি করেছেন দেশ ও বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিবের ইচ্ছেতে সাদাকালো জার্সি গায়ে এবার দেখা যাবে পাকিস্তানের ইফতিখার আহমেদকে।
মোহামেডানের হয়ে এবার সাকিবের সাথে স্থানীয়দের মধ্যে মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, সৌম্য সরকার, রনি তালুকদার, শুভাগত হোম, মেহেদি হাসান মিরাজ, আবদুল মজিদ, খালেদ আহমেদ, আবু জায়েদ রাহি, কামরুল ইসলাম রাব্বি, এনামুল জুনিয়র, নাজমুল অপুদের খেলা নিশ্চিত।
প্রথমে শোনা যাচ্ছিল, এর সঙ্গে মোহামেডানে বিদেশি কোটায় এবার পাকিস্তানের অধিনায়ক বাবর আজম যুক্ত হবেন। কিন্তু বিপিএলের সময়ই সে হাওয়া পাল্টেছে।
মোহামেডানের এবারের ভিনদেশি কোটায় এখন শোনা যাচ্ছে ইফতিখার আহমেদের নাম। একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে, মূলত অধিনায়ক সাকিবের আগ্রহেই মোহামেডানে খেলবেন ইফতিখার আাহমেদ।
প্রসঙ্গত, এবারের বিপিএলে সাকিবের ফরচুন বরিশালে খেলে গেছেন ইফতিখার। তিন-তিনটি হাফসেঞ্চুরির পাশাপাশি একটি শতরানসহ ১১ ম্যাচে ৫৮.৫০ গড় ও ১৫৭.৩৯ স্ট্রাইকরেটে ৩৫১ রান করা ইফতিখারকে মনে ধরেছে সাকিবের। জানা গেছে, সাকিবই বলেকয়ে ইফতিখারকে রাজি করিয়েছেন।
তবে এক ঝাঁক ক্রিকেটার দলে ভেড়ানোর কাজ সম্পন্ন হলেও মোহামেডানের কোচ এখনও ঠিক হয়নি। আগেরবারের কোচ সারোয়ার ইমরান থাকবেন কিনা, সেটাও নিশ্চিত নয়।
আবাহনীর ঘর গোছানোও শেষ। নামি ও সফল কোচ খালেদ মাহমুদ সুজন বেশ আগেই লিটন দাস-নাজমুল হোসেন শান্তর সাথে নাইম শেখ, মুনিম শাহরিয়ার, মোসাদ্দেক হোসেন সৈকত, তৌহিদ হৃদয় ও জাকির হাসানসহ এক ঝাঁক তরুণকে আকাশী হলুদ শিবিরে টেনে নিয়েছেন।
প্রাইম ব্যাংকও ভালো দল গড়তে যাচ্ছে। জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল আর নির্ভরতার প্রতীক মুশফিকুর রহিম এবার প্রাইম ব্যাংকে খেলবেন।
আরও একটি বড়সড় খবর আছে। দীর্ঘদিন গাজী গ্রুপের সাথে কাজ করে এবার প্রাইম ব্যাংকের কোচ হতে যাচ্ছেন দেশবরেণ্য প্রশিক্ষক ও সদ্য সমাপ্ত বিপিএল চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দীন।
চ্যাম্পিয়ন শেখ জামাল আগেরবারের দল ধরে রাখার চেষ্টা করেছে। অধিনায়ক নুরুল হাসান সোহান এবারও শেখ জামালেই খেলবেন। এবারও শেখ জামালের কোচ সোহেল ইসলাম।
এআরবি/এমএমআর/এএসএম