দেশজুড়ে

৯ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশ দ্বার মাওয়ার কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল নয় ঘণ্টা বন্ধ থাকার পর আবার স্বাভাবিক হয়েছে।ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। কুয়াশা কেটে গেলে শুক্রবার সকাল নয়টায় ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল আবার শুরু হয়।বিআইডব্লিউটিসি’র কাওড়াকান্দি ঘাটের ব্যবস্থাপক সালাম হোসেন জানান, ‘অতিরিক্ত কুয়াশায় কাওড়াকান্দি-শিমুলিয়া নৌপথের চারপাশে কোনো কিছুই না দেখা গেলে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। কুয়াশার তীব্রতা কমে গেলে শুক্রবার সকাল নয়টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।’