জাতীয়

চট্টগ্রামে মুহাম্মদ শামসুল হক ও মিলন কান্তি দে’র সংবর্ধনা

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২২ পাওয়ায় গবেষক মুহাম্মদ শামসুল হক ও নাট্যকার মিলন কান্তি দে-কে সংবর্ধনা দিয়েছে পটিয়ার প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমি। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সংগঠনটির পটিয়াস্থ মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন, মুহাম্মদ শামসুল হক মুক্তিযুদ্ধ ও ইতিহাস নিয়ে গবেষণা করে নতুন প্রজন্মকে পথ দেখাচ্ছেন। অনেক গুরুত্বপূর্ণ বিষয় তার গবেষণার মাধ্যমে উঠে আসছে। যার মাধ্যমে উপকৃত হচ্ছে দেশ ও সমাজ। নাট্যজন মিলন কান্তি দে নানান প্রতিকূলতা উপেক্ষা করে দীর্ঘদিন ধরে যাত্রার সাথে যুক্ত আছেন। যাত্রা শিল্পকে প্রতিষ্ঠিত করার জন্য নিরন্তর সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন: বইমেলায় বাবা-মেয়ের বই

প্রত্যয়ের উপদেষ্টা অধ্যক্ষ আবু তৈয়বের সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবির সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাহিত্য গোষ্ঠী মালঞ্চের সভাপতি অধ্যাপক অজিত কুমার মিত্র, সাহিত্য বিশারদ স্মৃতি সংসদের সভাপতি মোহাম্মদ ছৈয়দ চেয়ারম্যান, বীরকন্যা প্রীতিলতা ট্রাস্ট-এর সভাপতি পংকজ চক্রবর্তী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিদ্যা বিভাগের শিক্ষক রোকন উদ্দিন, নাট্যকার আহমেদ কবির, খেলাঘর সংগঠক অধ্যাপক ভগিরৎ দাশ, বোধন আবৃত্তি পরিষদ এর যুগ্ম-সাধারণ সম্পাদক মাঈনুল আজম চৌধুরী, আবৃত্তি শিল্পী রিমা দাশ, প্রত্যয়ের সিনিয়র সদস্য আবদুল আল মোমেন ও শিবু মল্লিক।

অনুষ্ঠানে প্রত্যয়ের আবৃত্তি বিভাগের ৫ম ব্যাচের সমাবর্তনে অংশ নেওয়া শিক্ষার্থীদের সনদপত্র প্রদান করা হয়।

ইকবাল হোসেন/এমএইচআর/এমএস