টাঙ্গাইলে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে সীমান্ত সরকার পরিমল (৪৭) নামে এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। তিনি পৌর শহরের প্যারাডাইসপাড়ার প্রয়াত পলান সরকারের ছেলে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার ঘারিন্দা রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, পরকীয়ার জেরে স্ত্রীর সঙ্গে তার প্রায়ই ঝগড়া হতো। এর জেরে তিন বছর আগে দুই সন্তান নিয়ে পরিমলের স্ত্রী বাবার বাড়ি চলে যান। এছাড়া তিনি ঋণগ্রস্তও ছিলেন।
ঘারিন্দার স্টেশনের সহকারী স্টেশনমাস্টার আব্দুল আলিম জানান, খুলনা থেকে ছেড়ে আসা চিত্রা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। বিকেল সাড়ে ৫টার দিকে ট্রেনটি ঘারিন্দা স্টেশনে পৌঁছায়। পাঁচ মিনিটি যাত্রাবিরতির পর ট্রেনটি ঢাকা অভিমুখে যাত্রা শুরু করে। এসময় স্টেশন থেকে মাত্র ১০০ গজ দূরে গিয়ে সীমান্ত সরকার পরিমল ট্রেনের নিচে ঝাঁপ দেন। ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: বঙ্গবন্ধু সেতুতে ট্রাক উঠলেই বেড়ে যায় ওজন!
নিহতের পরিবার সূত্রে জানা যায়, পরিমলের টাঙ্গাইল শহরের ছয়আনি বাজারে ‘সীমান্ত সুইটস’ নামে একটি দোকান রয়েছে। দীর্ঘদিন তিনি সেখানে ব্যবসা করে আসছিলেন। কয়েক বছর আগে এক নারীর সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। এ কারণে স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহের সৃষ্টি হয়। এর জেরে প্রায় তিন বছর আগে তার স্ত্রী দুই সন্তান নিয়ে বাবার বাড়িতে চলে যান।
আরও পড়ুন: রেলক্রসিংয়ে বাঁশের বেরিয়ার, আতঙ্কে চলাচল
এদিকে, আত্মহত্যার আগে পরিমল নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে পরিমল তার মৃত্যুর জন্য একজন নারী ও একজন পুরুষকে দায়ী করেছেন।
অন্যদিকে ব্যবসায়ে লোকসান হওয়ায় সম্প্রতি তিনি ধারদেনায় জড়িয়ে পড়েন। এ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তিনি। কয়েকজন পাওনাদার তাকে টাকা পরিশোধের জন্য চাপ দিয়ে আসছিলেন বলেও জানিয়েছেন পরিমলের পরিবারের সদস্যরা।
আরিফ উর রহমান টগর/এএএইচ